
রাজধানী মতিঝিল থানা দক্ষিণ কমলাপুর এলাকার একটি বাসায় দেবরে ছুরিকাঘাতে ভাবী মোছাঃ-আয়েশা খানম মনি (৪৫) মৃত্যু হয়েছে।
রবিবার (০৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের ছেলে মাহাদি হাসান জানান,আমার চাচা মাসুদ হাওলাদার গেন্ডারিয়ার একটি সরকারি কলেজের শিক্ষকতা করে।সকালে বাসার গেটের সামনে আমার আম্মা দাঁড়িয়ে ছিলেন,আমার আম্মা কোন কিছু বোঝার আগেই আমার চাচা আমার আম্মাকে এলো পাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে রক্তাক্ত অবস্থায় আমার মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।কি কারনে আমার আম্মা কে ছুরিকাঘাত করে হত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।
তিনি আরো জানান, আমাদের নিজ বাসা দক্ষিণ কমলাপুরে কবরস্থান গলি এলাকার ১৭১/৩ নম্বর বাসার মৃত হাবিবুর রহমানের মেয়ে ও মোঃ নাসির উদ্দিন মামুনের স্ত্রী। আমার বাবা ঢাকা ব্যাংকে চাকরি করেন আমরা এক ভাই এক বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।